মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারী গ্রনথাগারে আলোচনা সভা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রনথাগার অধিদপ্তরের আয়োজনে এবং সিলেট বিভাগীয় সরকারী গ্রনথাগারের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১১ টায় গ্রনথাগার মিলনায়তনে প্রিন্সিপাল— লাইব্রেরিয়ান দিলীপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি এন্ড হিস্ট লজি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী।
আলোচনা পেশ করেন, গবেষক সিরাজুল ইসলাম, সাহিত্যিক জ্যোতির্ময় দাশ জিষু, কবি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, এডভোকেট মোঃ আব্দুল মালিক, শহিদুল ইসলাম লিটন, জয়নাল আবেদীন বেগ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফয়েজ আহমদ, পাঠদের মধ্য থেকে তৃষা দে।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বার্তা প্রেরক
এম রহমান ফারুক
০১৭৭৮২৪২৪২৬
Related News

রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ারের কলার চেঞ্জওভার ২০২৫ অনুষ্ঠিত
সিলেট: রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার-এর ২০২৫–২৬ রোটারি বছরের প্রথম সভা ও ‘কলার চেঞ্জওভার’ অনুষ্ঠানRead More

এনসিপি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেটে পদযাত্রা
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবে জাতীয়Read More