সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তানরের উপলক্ষে ওয়ার্ডবাসীর সাথে মালেক মেম্বারের মতবিনিময়

সিলেট সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তানরের পূর্বে টুকেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেছেন ওয়ার্ডের একাধিকবারের জনপ্রিয় মেম্বার আব্দুল মালেক।
সোমবার (১৩ ডিসেম্বর) রাতে নিজ বাড়ীতে এ আয়োজন করেন তিনি।
গরীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী কামাল মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিগত দিনে চলাফেরার ক্ষেত্রে ভূল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। মালেক মেম্বার বলেন আগামী ২১ ডিসেম্বর সিটি করপোরেশনের কাছে আমাদের দায়িত্ব সমজিয়ে দেওয়ার কথা। এর ভেতরে বিশেষ কোন কাজ কর্ম থাকলে করে নেওয়ার আহবান জানান ওয়ার্ডবাসীর কাছে। তিনি আরোও বলেন, আপনারা আমাকে ২ বার ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করেছিলেন। আমি চেষ্ঠা করেছি আপনাদের সেবা দেওয়ার। তবে কতটুকুন করতে পেরেছি জানিনা। একথা বলতে পারবো আমার দারা কোন মানুষের ক্ষতি হোক তা আমি চাইনি। বিগিত দিনে সবসময় আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও পাশে থাকার চেষ্টা করে যাবো ইনশা আল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবে। আমিও আপনাদের জন্য দোয়া করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোঃ মনির উদ্দিন, হাফেজ কাজী জুনেদ আহমদ, মোঃ শাহজাহান মিয়া, টুকেরগাঁও জামে মসজিদের মোতাওয়াল্লী আলী আহমদ, মোঃ সাহাব উদ্দিন, ইসলাম উদ্দিন, আজাদুর রহমান, নয়গ্রাম যুব সমাজ পরিষদের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন, হুসেন আহমদ, শিক্ষক আবুল হাসান মাসুম, মোঃ মশুক মিয়া, মোঃ জাকারিয়া, শিতল চন্দ,নির্মল চন্দ, অশোক চন্দ, রবি চন্দসহ ওয়ার্ডের অন্যান মুরব্বী ও যুবকবৃন্দ।
Related News

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট
ছয় দফা দাবিতে সারাদেশের মতো সিলেটেও সমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে নগরীর কেন্দ্রীয়Read More
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More