সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছানু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছানু মিয়া ফুলবাড়ি ইউনিয়নের কায়স্ত গ্রামের মো. নূর উদ্দিনের পুত্র।
এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামী করে থানায় একটি মামলা (মামলা নং- ১৯, তারিখ ২১/১০/২১) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূ ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে ধর্ষণের বিষয়টি অবগত করেন। তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর নির্দেশনায় থানার এসআই ফয়জুল করিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধূকে উদ্ধার করেন এবং অভিযুক্ত ছানু মিয়াকে গ্রেফতার করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, অভিযুক্ত আসামী ছানু মিয়াকে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News

সাহিত্য সংযোগ সিলেটের ঈদ উৎসব-২০২৫: ঈদ হলো সামাজিক বন্ধনের অন্যতম উৎসব
সাহিত্য সংযোগ সিলেটের আয়োজনে ‘ঈদ উৎসব ২০২৫’-এর দিনব্যাপী উৎসব গতকাল ১২ এপ্রিল ২০২৫, শনিবার সকালRead More

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More