সিলেটে শুরু হচ্ছে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট
করোনাকালে স্থানীয় ক্রিকেটে স্থবিরতা কাটাতে জমকালো উদ্যোগ নিয়েছে একে কনসাল্টিং সার্ভিসেস লিঃ। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন হতে যাচ্ছে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট।
শনিবার বিকেলে সিলেটের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে অংশ নিবে তারকা খচিত ১০ টি দল।
২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলা টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব হবে বলে জানালেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শত বল কাপ টুর্নামেন্টের অর্গানাইজার কে আর হাসান, নাহিদ আক্তার রিফাত, সিলেট বিভাগীয় ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশি এবং ম্যানেজমেন্ট কমিটির রাজিন হোসেন।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

