সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিট কমিটি বিলুপ্ত

ক্ষোভ আর বিদ্রোহে টালমাটাল সিলেট জেল ও মহানগর সেচ্ছাসেবক দলের আওতাধিন সকল ইউনিট কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জেলা ও মহানগরের নতুন আহ্বাক কমিটি ঘটনের পর ইউনিট কমিটিগুলো বিলুপ্তের সিদ্ধান্ত আসলো।
শুক্রবার জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতারা এমন ঘোষণা দিয়েছেন।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ সকল ইউনিট কমিটি বিলুপ্তের ঘোষণায় সাক্ষর করেছেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ইউনিট কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশনার আলোকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল ইউনিট নতুন কমিটি গঠনের কাজ শুরু করবো। মূলত চলতি মাস থেকেই জোরেশোরে আমাদের কাজ শুরু হয়েছে। সামনে তা আরো বেগবান হবে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গত ১৭ আগস্ট রাতে ঘোষণা করে কেন্দ্র। এ কমিটি নিয়ে পরবর্তীতে গণপদত্যাগের ঘটনাও ঘটেছে। বিএনপি থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামানও।
Related News

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More

শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী মিল্লাত চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত টুকের বাজার এলাকার শাহ খুররুম জামে মসজিদের ভারপ্রাপ্ত Read More