Main Menu

হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মরহুম আলহাজ্ব সুরুজ আলী চৌধুরী ফাউন্ডেশন এবং মরহুম সফিকুল হক চৌধুরী (সুফি মিয়া), চেয়ারম্যান স্মৃতি সংসদ ও ডা. সাইদুল হক চৌধুরী, এমআরসিপি (ইংল্যান্ড)-এর স্মরণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন হেলাল চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ময়নুল হক চৌধুরী হেলাল এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. কাওসার আহমেদ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে ময়নুল হক চৌধুরী হেলাল বলেন,“এ মানবিক উদ্যোগ বাস্তবায়নে আমাদের পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা রয়েছে। আমি পরিবারের সবার প্রতি কৃতজ্ঞ। মরহুম আলহাজ্ব সুরুজ আলী চৌধুরীর মানবসেবামূলক আদর্শ অনুসরণ করেই আমরা সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, হেলাল চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ময়নুল হক চৌধুরী হেলালের পিতা মরহুম সফিকুল হক চৌধুরী (সুফি মিয়া) জালালপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন এবং একজন দানশীল ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর সহধর্মিণীও ছিলেন একজন মানবদরদি নারী, যিনি আজীবন মানুষের পাশে দাঁড়িয়েছেন। বক্তারা বলেন, সেই মানবিক পারিবারিক চেতনার ধারাবাহিকতায় ময়নুল হক চৌধুরী হেলাল আজও নিরলসভাবে সমাজকল্যাণে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও সংগঠক হিসেবে তাঁর সামাজিক ও সাংগঠনিক অবদানও বিশেষভাবে উল্লেখ করা হয়।

ক্যাম্প পরিচালনাকারী চিকিৎসক ডা. কাওসার আহমেদ বলেন,“এ ধরনের ফ্রি চিকিৎসা ক্যাম্প সাধারণ মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী উদ্যোগ। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে চিকিৎসকদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন—শিক্ষাবিদ নেছারুল হক চৌধুরী বুস্তান, আমেরিকা প্রবাসী নুরুল হক চৌধুরী জয়নাল, নজরুল হক চৌধুরী ইকবাল, ইংল্যান্ড প্রবাসী নাজমুল হক চৌধুরী কামাল, পারভিন চৌধুরী ও হলি চৌধুরী। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সোলেমান হোসেন, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট মুরব্বি শাহ হাবিবুর রহমান সুফান, বিএনপি নেতা বদরুল ইসলাম জয়দু, যুক্তরাজ্য ‍প্রবাসী মুস্তাক আহমদ, রেজওয়ান আহমদ, প্রভাতি শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন রুকন, সাবেক মেম্বার ফখরুল ইসলাম শিকদার, শামসুল ইসলাম সুজা, ফয়জুল ইসলাম শিকদার, আমেরিকা প্রবাসী নোমান আহমদ, শাহ আবু সাইদ, আয়ারল্যান্ড প্রবাসী এনামুর রহমান, গ্রামের ফলিক মিয়া, হুমায়ুন চৌধুরী, ইলিম আহমদ, আব্দুর নুর, ওলিউর রহমান চৌধুরী, মুরব্বি লিয়াকত আলী, সমুজ আলী প্রমূখ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *