Monday, January 12th, 2026
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত ১১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার ও যুগ্ম আহবায়ক মো. ইসলাম উদ্দিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই সদর উপজেলা মৎস্যজীবী দলের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।

