Main Menu

Sunday, January 11th, 2026

 

‎রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন

‎রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। ‎শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ স্টারপ্যাসিফিক হোটেলে এ মিটিং অনুষ্ঠিত হয়। ‎ ‎উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল এর পিডিজি, কান্ট্রি কো- অর্ডিনেটর  ইশতিয়াক উজ জামাল ও ডেপুটি কান্ট্রি কো- অর্ডিনেটর এম আতাউর রহমান পীর। ‎ ‎পাইওনিয়ারের ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মুরাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি মোঃ ওলিউর রহমান, আই পিপি নুরুল ইসলাম রুপন, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মকসুদুর রহমান চৌধুরী, ইয়ুথ সার্ভিস ডিরেক্টর এম রহমানRead More