সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মাননীয়া বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২৮ অক্টোবর এ আদেশ দেন। নির্ধারিত ভোটগ্রহণের তারিখ ৩০ অক্টোবরের আগে ২২ অক্টোবর প্রার্থীদের “নির্বাচিত” ঘোষণা করায় আদালত একে নির্বাচনী সূচির গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেন।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোস্তাক আহমেদ চৌধুরী। তিনি আদালতে বলেন, নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ভোটার তালিকা পরিবর্তন এবং নির্বাচনের তারিখের পূর্বেই ফল ঘোষণা করা অসৎ উদ্দেশ্যপ্রসূত ও আইনবহির্ভূত।
আদালত এক পর্যায়ে রুল জারি করে বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন। পাশাপাশি ২২ অক্টোবর ঘোষিত নির্বাচনের ফলাফল ও পরবর্তী কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন।
এছাড়া আদালত বিবাদীদের সকল যোগ্য সদস্যকে অন্তর্ভুক্ত করে নতুন ও বৈধ ভোটার তালিকা প্রস্তুত ও প্রকাশ করতে এবং আইনানুগভাবে পুনঃনির্বাচনের ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।
Related News
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More

