শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর পৃষ্ঠপোষকতায় এবং শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২০২৫ সালের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত প্রায় ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে এ আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য অনুষ্ঠান।
স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক যারিন তাসনিম আনিকা সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম সরওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের পথনির্দেশক। তাদের মেধা ও মননের বিকাশের মাধ্যমে জাতি আরও এগিয়ে যাবে। শুধু পরীক্ষার ভালো ফল নয়, একজন শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: শাবিপ্রবির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুসলেহ উদ্দিন আহমেদ, প্রো—ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন,ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাহিদুল হক,
কৃষি ও খনিজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ আবু সায়েদ আফরিন খান, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কবীর আহমদ, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
Related News

শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর পৃষ্ঠপোষকতায় এবং শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজেরRead More

সিকৃবিতে ‘শহীদ মুগ্ধ কর্নার উদ্বোধন “পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক, সিকৃবি ভিসি
“পানি নাগবে পানি” একটি স্লোগান নয়, ছিল ছাত্রসমাজের আত্মদর্শনের প্রতীক। এটি ছিল এক শপথ। ন্যায্যRead More