Main Menu

সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে। সমাজের মধ্যকার মানুষ যখন নিজে থেকে পরিবর্তন হতে শুরু করে, সমাজ তখন অটোমেটিকভাবে পরিবর্তন হতে থাকে। তাই সুন্দর ও পরিশীলিত সমাজ গড়ে তুলতে হবে। ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ অত্যন্ত চমৎকারভাবে তাঁর গ্রন্থে পরিচ্ছন্ন সমাজ গঠনের রূপরেখা তুলে ধরেছেন।

পাণ্ডুলিপি প্রকাশন ও মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে ইতালি প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে গত মঙ্গলবার (২২ জুলাই) কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহিদ সোলেমান হলে আয়েজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দনগর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর, শিক্ষাবিদ কবি লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক এডভোকেট রেজাউল করিম তালুকদার এবং অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক মাওলানা শামীম আহমদ।

কবি ও সাংবাদিক হেলাল নির্ঝর ও আবু জাফর মোহাম্মদ সালেহ’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখের রাধানগর মুহাম্মাদীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির আহবায়ক মাস্টার আব্দুল বাছিত, সুপার মাওলানা শামসুল কবির মিসবাহ চৌধুরী, সালিশ ব্যক্তিত্ব আব্দুস সোবহান, রাজনীতিবিদ আতাউর রহমান এমরান, মাওলানা আকবর আলী, মাওলানা মখছুছুর রহমান, জাহিদপুর দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা মকতার আহমদ, সমাজসেবক ও ব্যবসায়ী মাওলানা মাসুদ আহমদ, বিশিষ্ট সাংবাদিক খালেদ আহমদ, ব্যাংকার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক বেলাল আহমদ চৌধুরী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মহসিন আহমদ চৌধুরী। ইসলামী সংগীত পরিবেশন করেন নজরুল হাসান জিছান ও জাভেদ আশরাফ। পরে প্রধান অতিথি এবং অন্যান্য বৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন আরো বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসন শেষে আমরা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা যদি এখন মনে করি আমাদের লড়াই শেষ, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সূতরাং, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকেই সমাজ পরিচ্ছন্ন করার কাজ করে যেতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে গোবিন্দনগর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, মাওলানা শামীম আহমদ একজন প্রতিশ্রুতিশীল আলেম এবং লেখক। তাঁর চিন্তাধারা অনেক শানিত। বিশেষ করে একটি আদর্শ সমাজ গঠনে তিনি যে চিন্তাধারা উপস্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। পরিচ্ছন্ন সমাজ গঠনে গ্রন্থটি গাইডলাইন হিসেবে ভূমিকা রাখবে। আমি লেখককে মোবারকবাদ জানাই।

সম্মানিত অতিথির বক্তব্যে অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনের মন্ত্র কথা হলো শেয়ার অ্যান্ড কেয়ার। আমাদের সবাইকে সত্য কথাগুলো বলতে হবে, একে অপরকে শেয়ার করতে হবে। আমরা যখন বলতেই থাকবো তখন একটা সময় পরিবর্তন আসবে।

মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বইটিতে লেখক মাওলানা শামীম আহমদ ‘কুরআন এবং হাদিসের আলোকে সমাজ পরিচ্ছন্নের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সমাজ পরিবর্তনে তার লেখনী আগামীতেও যেন অব্যাহত থাকে।

শিক্ষাবিদ লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেন, আমাদের সমাজ মিথ্যা কথা শুনে অভ্যস্ত। আমাদের দেশের নেতারা শিক্ষিত মানুষদের সাথে চলেন না। তারা চলেন গুণ্ডা মাস্তানদের সাথে। যেদিন থেকে শিক্ষকরা টিউশনিতে যুক্ত হয়েছেন সেদিন থেকে তাদের মান-মর্যাদা কমে গেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *