Main Menu

সিলেটে পারায়ন প্রকল্পের সাংবাদিক এলায়েন্স গঠন

সিলেটের নারী ও কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও, সিলেটের পারায়ন প্রকল্পের আওতায় সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর দেবপাড়া শিবগঞ্জ এলাকায় আর.ডব্লিউ.ডি.ও কার্যালয়ে এক সভার মাধ্যমে সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়।

সভায় জানানো হয়, নারীর অধিকার, লিঙ্গ সমতার উপর গণসচেতনতা সৃষ্টি করতে ও সামাজিক সুরক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তির উপর জ্ঞান তৈরি ও তথ্য শেয়ারিংয়ে সহায়তা করার লক্ষ্যে পারায়ন প্রকল্পের আওতায় সাংবাদিক এলায়েন্স গঠন করা হয়। সকলের সমন্বয়ে পারায়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আহবান জানান আর.ডব্লিউ.ডি.ও নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা।

আর.ডব্লিউ.ডি.ও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা সভাপতিত্বে ও পারায়ন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো. জাহিদুল ইসলাম রশিদের সঞ্চালনায় প্রকল্প এরিয়া ম্যানেজার মোঃ মহসিন রেজা এর প্রজেন্টেশন এর মাধ্যমে সভা অনুষ্টিত হয় উপস্থিত ছিলেন, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সদস্যসচিব এইচ এম শহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মামুন হোসেন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, সিলেট ভয়েসের মাল্টিমিডিয়া চিফ লতিফুর রহমান উজ্জল, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক হেনা মমো, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসলিমা খানম বিথি, দৈনিক কাজিরবাজারের মো. আব্দুল হাছিব, দৈনিক একাত্তরের কথার লোকমান আহমদ, দৈনিক যুগভেরীর রেজওয়ান আহমদ, দৈনিক জৈন্তাবার্তার আফজালুর রহমান চৌধুরী, আজকের সিলেটের আহমেদ পাবেল।

আরও উপস্থিত ছিলেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর,ডব্লিউ,ডি,ও এর সিলেটের একাউন্স এন্ড এডমিন নাহরিন সুলতানা, ফিল্ড অফিসার বাবুল কুমার সিংহ ও সোনিয়া দারিং, স্যোসাল ওয়ারকার তামান্না আক্তার তানিয়া।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *