রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ারের কলার চেঞ্জওভার ২০২৫ অনুষ্ঠিত

সিলেট: রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার-এর ২০২৫–২৬ রোটারি বছরের প্রথম সভা ও ‘কলার চেঞ্জওভার’ অনুষ্ঠান ২০ জুলাই (শনিবার) সন্ধ্যায় নগরীর হট ফুড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিদায়ী ও নবনির্বাচিত নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশে দায়িত্ব হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নুরুল ইসলাম রুপন। নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রোটারিয়ান মো. মুরাদুজ্জামান চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান মো. ওলিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপসা আরআইডি-৬৫ এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) পাস্ট প্রেসিডেন্ট কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপসা আরআইডি-৬৫ এর কো-অর্ডিনেটর (ফাইনান্স) পিপি কবির উদ্দিন চৌধুরী, কো-অর্ডিনেটর (স্পেশাল এইড) পিপি জাকির আহমদ চৌধুরী, এবং ডেপুটি কো-অর্ডিনেটর পিপি হাসান কবির চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন পাস্ট প্রেসিডেন্ট ও ক্লাব ট্রেইনার রোটারিয়ান মো. মওদুদ আহমদ। রোটারি ইনভোকেশন পাঠ করেন পিপি মাহবুব ইকবাল মুন্না।
বক্তব্য রাখেন ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট আব্দুস সালাম, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি আমিরুল ইসলাম, পিপি এনামুল কবির, প্রেসিডেন্ট ইলেক্ট আজাদ উদ্দিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুশারফ হোসাইন চৌধুরী মিশু, ট্রেজারার এম এইচ আর রুমেল চৌধুরী, বুলেটিন এডিটর মাজহারুল ইসলাম সাদি, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর তোফায়েল আহমদ, ডিরেক্টর কবির আহমদ, এম রহমান ফারুক, সার্জেন্ট-অ্যাট-আর্মস কুতুব উদ্দিন, সদস্য আব্দুল হাকিম এবং অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীগণ।
রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার বিগত বছরগুলোতে সমাজের বিভিন্ন স্তরে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সেবাধর্মী ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ: শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, দুস্থদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, বিনামূল্যে নল কুপ স্তাপন, বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি, রক্তদান ও ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন, ঈদ ও রমজানে বস্ত্র বিতরণ, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ (বন্যা, অগ্নিকাণ্ড ইত্যাদি), যুব উন্নয়ন ও নেতৃত্ব বিকাশ কর্মশালা।
রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার নিয়মিতভাবে রোটারিয়ান মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের চেতনা ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার ভবিষ্যতেও মানবকল্যাণে ও সামাজিক উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ারের কলার চেঞ্জওভার ২০২৫ অনুষ্ঠিত
সিলেট: রোটারি ক্লাব অব সিলেট পায়নিয়ার-এর ২০২৫–২৬ রোটারি বছরের প্রথম সভা ও ‘কলার চেঞ্জওভার’ অনুষ্ঠানRead More

এনসিপি নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন: ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সিলেটে পদযাত্রা
দেশ গড়তে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে পদযাত্রা করবে জাতীয়Read More