সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ: পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব, মোহাম্মদ শের মাহবুব মুরাদ

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব। এতে দেশ গড়ার কাজে আমাদের ছাত্র—ছাত্রীরা তৈরি হতে পারে। আমরা চেষ্টা করছি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মানসম্মত একটি পরিবেশে নিয়ে আসার। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোন দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। কাঙ্খিত উন্নয়নের জন্য প্রয়োজন মানসম্মত ও গুণগত শিক্ষা। শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আর মানসম্মত শিক্ষার মান বাড়বে শিক্ষকদের মাধ্যমে। তিনি বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এটি একটি প্রণোদনা। এই কর্মসূচিকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে তাহলে ভালো ফলাফল আসবে।
বুধবার (২৩ জুলােই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সিলেট সদর উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও জেলা শিক্ষা গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনরে পরিছালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নুরের জামান চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, কারিকুলাম ট্রেনিং স্পেশালিস্ট জামিল আহমেদ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিরীনা আক্তার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক—শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফুর রহমান হুমায়দী, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, শাবিপ্রবি’র শিক্ষার্থী (বিবিএ ১ম বর্ষ) আবুল হাসনাত মুরাদ, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল আমিন জামেয়ার শিক্ষার্থী নাফিসা জান্নাত, গীতা পাঠ করেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ চক্রবর্তী।
এদিকে গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মো. আব্দুর রহমান।
Related News

মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতের মাগফেরাত কামনায় সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল
রাজধানীর ঢাকার উত্তরা এালাকায় মাইলষ্টোন স্কুল অ্যান্ড কলেজ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদেরRead More

সদর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ: পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি সম্ভব, মোহাম্মদ শের মাহবুব মুরাদ
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, পারস্পরিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিRead More