জুলাই গণহত্যার বিচার নিয়ে কোনপ্রকার টালবাহানা জনগণ মেনে নেবেনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ জালালাবাদ থানা শাখার উদ্যোগে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় নগরীর তেমুখি পয়েন্টস্থ মিলনায়তনে ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা ও জুলাই শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ আব্দুল জাহেরের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি এস.এম সামছুল আলম চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ। তিনি তার বক্তব্যে বলেন ২৪’ এর জুলাই মাসে সংঘটিত বর্বর গণহত্যা অবিচার রাষ্ট্রীয় ফ্যাসিবাদ ও দমননীতির বিচার নিয়ে কোনপ্রকার টালবাহানা জনগণ মেনে নিবেনা। নব্য জুলুমবাজদের বিরুদ্ধেও জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আজাদ শিকদার, তিনি বলেন, যেভাবে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি তেমনি ছাত্রসমাজকে রাষ্ট্র গঠনেও নেতৃত্ব দিতে হবে ।
অন্যান্যদের মধ্যে ছিলেন জালালাবাদ থানা সেক্রেটারি ও মহানগর জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আলিম উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের জালালাবাদ থানা সহ-সভাপতি আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন ৮নং ওয়ার্ড শাখার সেক্রেটারি নুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাছুম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, “দেশে বর্তমান রাজনৈতিক পরিবেশে হুমকির মুখে। দেশের মানুষ ফ্যাসিস্টকে যেভাবে হটিয়েছে একইভাবে দলীয় চাঁদাবাজি, দুর্নীতি বিরুদ্ধেও জেগে উঠবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জালালাবাদ থানা সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, দফতর সম্পাদক মাওলানা খালেদ হোসাইন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাশেম সহ থানা ও ওয়ার্ড শাখার অন্যান্য দায়িত্বশীল এবং ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শ্রমিক আন্দোলন জালালাবাদ থানা শাখার প্রমুখ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More