Main Menu

লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র দায়িত্ব হস্তান্তর ও গ্রহন সম্পন্ন

লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র ২০২৫-২৬ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র প্রেসিডেন্ট লায়ন হিমেল কর্মকার’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন হাসিব আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারা’র ট্রেজারার লায়ন ফকরুল ইসলাম মসনু, লায়ন হারুন আল রশীদ দিপু(এমজেএফ), লায়ন সামসুল আলম খান, লায়ন মাসুম আহমেদ, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন ফারুক আহমেদ(এমজেএফ), লায়ন রুহুল আমিন চৌধুরী, লায়ন অজিত কুমার ভট্টাচার্য, লায়ন অ্যাডভোকেট গংগেস চন্দ্র দাশ(এমজেএফ), লায়ন মিলাদ আহমেদ, লায়ন যিশু দেব।
এছাড়াও দায়িত্ব গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লায়ন্স ক্লাব অব সিলেট’র লায়ন এম এস চৌধুরী বাহার, লায়ন্স ক্লাব অব সিটি’র লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিলেট’র লায়ন মুহিতুর রহমান, লায়ন্স ক্লাব অব সিলেট রোজ’র লায়ন আমিন উদ্দিন আহমেদ, লায়ন্স ক্লাব অব সিলেট’র লায়ন হুমায়ন কবির ও লায়ন ফজলুল বাছিত বেলাল, লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি’র লায়ন কাজী আব্দুল মুকিত প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট লায়ন সামসুল আলম খান নতুন প্রেসিডেন্ট লায়ন হিমেল কর্মকার’র কাছে দায়িত্ব হস্তান্তর করেন। ক্লাবের নতুন সেক্রেটারীর দ্বায়িত্ব পান লায়ন লায়ন হাসিব আহমদ চৌধুরী ও ট্রেজারের দায়িত্ব পান লায়ন ফকরুল ইসলাম মসুন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়নীজমের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সবাইকে সম্মেলিতভাবে কাজ করতে হবে। লায়ন্সক্লাবগুলো মানবতার জন্য কাজ করে। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য আমরা লায়ন নেতৃবৃন্দ কাজ করি, আগামিতেও করে যাবো। আমাদের স্বর্ণালি অতিথকে ফিরিয়ে আনতে লায়ন্স ক্লাব অব সিলেট কুশিয়ারার সবাইকে ঐক্যব্ধ হয়ে কাজ করতে হবে। মরহুম লায়ন ডা: আজিজুর রহমান সহ প্রয়াত সকল নেতৃবৃন্দের জন্য এক মিনিট দাড়িয়ে নিরবতা পাল করা হয় এবং লায়ন আনুগত্য শপথবাক্য পাঠ করা হয়। -বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *