Main Menu

সিলেটে ঢাকা ব্যাংক পিএলসির ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত

নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ‘ঢাকা ব্যাংক পিএলসি’র গৌরবের ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে।সোমবার সারা দিনব্যাপী সিলেট নগরীর মদিনামার্কেট শাখার আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংকের সেবা-প্রত্যাশীরা দিনের শুরুতেই দোয়া মাহফিলে যুক্ত হন। পরে ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনোয়ার হোসেন রনি সম্মানিত গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং আগত গ্রাহকদের মিষ্টিমুখ করান।
আয়োজনে ছিল- উৎসবমুখর পরিবেশ, যেখানে গ্রাহকদের সম্মানে সাজানো হয় ভিন্নধর্মী আয়োজন। শাখার কর্মকর্তা-কর্মচারীরা এই আনন্দঘন মুহূর্তে গ্রাহকদের পাশে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেন এবং উন্নত সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৫ জুলাই ‘উন্নত গ্রাহকসেবা’র ব্রত নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থিক খাতে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে। ৩০ বছরের এই দীর্ঘ পথচলায় গ্রাহকরাই ছিলেন ব্যাংকের প্রেরণা ও শক্তি। মদিনামার্কেট শাখার এই আয়োজন ছিল সেই কৃতজ্ঞতাবোধেরই এক প্রাণবন্ত বহিঃপ্রকাশ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *