শাহ খুররম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: একটি গাছ কাটলে ৩টি গাছ লাগাতে হবে, রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক প্যানেল মেয়র, শাহ খুররম ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে আমাদেরকে খুব বেশি করে গাছ লাগাতে হবে। প্রয়োজনে আমরা একটি গাছ কাটলে অন্ততপক্ষে দুই তিনটি গাছ আবার লাগাবো। গুরুত্বপূর্ণ কথা হলো, গাছ লাগানোর পর গাছের পরিচর্যা খুবই প্রয়োজন। পরিচর্যা না করলে গাছ লাগিয়ে কোন লাভ নেই। এ ব্যাপারে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। গাছ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস। সে শুধু আমাদেরকে ফল দেয়না। অক্সিজেন দেয়, কাট হিসেবেও তাকে আমরা ব্যবহার করি। গাছ আমাদের চারপাশকে সবুজে আচ্ছা দিতে করে রাখে। সেজন্য গাছ লাগাতে আমাদের সকলকে আগ্রহী হতে হবে।
রোব্বার (৬ জুলাই) দুপুরে শাহ খুররম ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কমরুদ্দীন, বিদ্যোৎসাহী সদস্য মো. আলী হায়দার ফারুক, সহযোগী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক কৃষ্ণা ভট্টাচার্য্য, জ্যেষ্ঠ প্রভাষক শিল্পী মজুমদার, মোঃ আব্দুল জাহির তালুকদার, আব্দুস শহীদ, সঞ্জয় তালুকদার, মাহফুজা বেগম, প্রভাষক শুভেন্দু শেখর পাল, বিপুল তালুকদার, মিন্টু চন্দ্র দাশ, মোঃ আফজাল হোসেন, মোছাঃ পানামা বেগম, আমিনুল হক, রনদ্বীপ চৌধুরী, মোঃ আব্দুল বারী, মোঃ জালাল মিয়া, মোঃ রনি ইসলাম, প্রদর্শক খন্দকার ইলিয়াছ, ক্রীড়া শিক্ষক মোঃ শফিক মিয়া, প্রভাষক মুহাঃ শরীফ উদ্দীন পমুখ। বিদ্যোৎসাহী সদস্য
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More