জালালাবাদ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির জনসভা: সকল নাগরিকের জন্য উন্নত ও মানবিক জীবন নিশ্চিত করতে কাজ করছে বিএনপি, খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দল হিসেবে আমাদের নীতি ও আদর্শ নিয়ে জনগণের কাছে যেতে হবে। আমাদের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে এবং জনগণকে পাশে রেখে কাজ করতে হবে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। এবং আগামী দিনের বিএনপি সরকার গঠন করলে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি উন্নত ও মানবিক জীবন নিশ্চিত করতে বিএনপি কাজ করছে সেই বার্তা পৌছে দিতে হবে।
শুক্রবার (৪ জুলাই) সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে তারেক রহমানের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, কৃষকদের মৌসুমি ফসলের উৎপাদন খরচ প্রদান, প্রতিটি পরিবারে একজন নারী সদস্যকে ‘ফ্যামিলি কার্ড’র মাধ্যমে ঘরসংসারের খরচে সহায়তা প্রদান এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করবে।
সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ও ১নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জৈন উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবুল মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ ও যুবদল নেতা শফিক উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, ও সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জালালাবাদ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক ফখর উদ্দিন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আইনুল হক মেম্বার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক জামাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিক আলী, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ লিটন মিয়া।
উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আলী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ারিস আলী, ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরীফ আলী বাবু, সহ সভাপতি তৈয়বুর রহমান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজির আহমদ, যুবদল নেতা মানিক মিয়া, হেলান আহমদ। স্বাগত বক্তব্য রাখেন যুবদল নেতা নূর হোসেন, ইমরান আহমদ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইমাম উদ্দিন। বিজ্ঞপ্তি
Related News

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More