সিলেট পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ড. শাহ জামাল নূরুল হুদা

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় ও কলেজের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) অ্যাডহক কমিটির সভাপতি দায়িত্ব পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি, মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নূরুল হুদা।
সম্প্রতি (১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোয়াজ্জম হোসেন এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাডহক কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সদস্য সচিব কলেজটির অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি মো. আনহার মিয়া ও অভিভাবক প্রতিনিধি সেবুল আহমদ।
নতুন দায়িত্ব পেয়ে ড. শাহ জামাল নূরুল হুদা সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবার সহযোগীতায় এই কলেজের লেখাপড়ার মানবৃদ্ধির পাশাপাশি যাবতীয় সমস্যা সমাধানে এলাকাবাসীর সহযোগীতার কামনা করেছেন তিনি।
Related News

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদেরRead More

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও আইডিই-র যৌথ অংশীদারিত্বে সমঝোতা স্মারকের সূচনা সভা
বুধবার (৬ আগস্ট) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আইডিই বাংলাদেশ একটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমেRead More