রোটারি ইন্টারন্যাশনাল সিলেট ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫-২৬ অনুষ্ঠিত

সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও কলার হ্যান্ডোভার ২০২৫—২৬ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সিলেটের একটি অভিজাত হোটেলে জোন ১— সিলেট রোটারি ইন্টারন্যাশনাল ডি ৬৫ এর জোনাল বর্ষ উদ্বোধন ও প্রেসিডেন্ট কলার হ্যান্ডোভার এবং সেক্রেটারিদের চার্টার হ্যান্ডোভার ২০২৫—২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান এডভোকেট সালে আহমেদ ও গীতা পাঠ করেন হিমাংশু ভট্টাচার্য। সম্মিলিত ভাবে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান আজাদ শিপন।
কলার হ্যান্ড ওভার প্রোগ্রামের ইভেন চেয়ার রোটারিয়ান হাসান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের কল টু অর্ডার করেন।
কলার হ্যান্ডওভার প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি কোডিনেটর ডি৬৫ এর পি ডি জি এম আতাউর রহমান পীর।
চিফ এডভাইজার পি ডি জি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, কোঅর্ডিনেটর এডমিন কামরুজ্জামান চৌধুরী রুম্মান, ফাইন্যান্স মোঃ কবির উদ্দিন, পাবলিক ইমেজ ফাহিম আহমেদ চৌধুরী, মেম্বারশিপ আসাদুজ্জামান সায়েম, ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্ট প্রফেসর ডক্টর তোফায়েল, স্পেশাল এইড জাকির আহমেদ চৌধুরী প্রমুখসহ রোটারি ডি৬৫ এর অসংখ্য রোটারি অফিসার, পিপি,আইপিপি, ক্লাব প্রেসিডেন্ট, ক্লাব সেক্রেটারি সহ অসংখ্য রোটারিয়ান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পযার্য়েয়ে ডিনার পার্টির আয়োজন করা হয় তারই সাথে ছিল এক জমকলো সাংস্কৃতিক অনুষ্ঠান আইডিয়াল ইমনসহ অন্যান্য সঙ্গীত শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন।
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More