রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার এর বার্ষিক সম্মাননা প্রদান

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর উদ্যোগে বার্ষিক সম্মাননা প্রদান ও পিকনিক অনুষ্ঠান ২০২৪—২৫অনুষ্ঠিত হয়েছে।
রোব্বার (২৯ জুন) জকিগঞ্জের জান্নাত পার্কে এক আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এই মিলনমেলায় ক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণের পাশাপাশি ক্লাবের সদস্যদের সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট ও উপাধি প্রদান করা হয়। এই মহতি আয়োজনে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন এবং অনুষ্ঠান সমন্বয় করেন পাস্ট প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ।
দ্য সিলভার প্রেসিডেন্ট অব দ্য ইয়ার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন, আউটস্ট্যান্ডিং সাপোর্ট অ্যান্ড ইনস্পিরেশন রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ, স্পিরিট অব রোটারি রোটারিয়ান মোঃ আজাদ উদ্দিন, ফিউচার লিডারশিপ রোটারিয়ান মোহাম্মদ মুরাদুজ্জামান চৌধুরী, লিগ্যাসি অব লিডারশিপ রোটারিয়ান মোঃ মাকছুদুর রহমান চৌধুরী, ফাউন্ডিং এক্সিলেন্স রোটারিয়ান মুহাম্মদ আব্দুস সালাম, কমিটমেন্ট টু রোটারি রোটারিয়ান মোঃ মাহবুব ইকবাল মুন্না, কনসিসটেন্ট লিডারশিপ রোটারিয়ান মোঃ রাহিম ইসলাম মিছলু, লয়াল সার্ভিস রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, জেনারাস কনট্রিবিউশন রোটারিয়ান আব্দুল হাফিজ চৌধুরী, ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি রোটারিয়ান মোঃ ওলিউর রহমান, এফিশিয়েন্ট প্ল্যানিং রোটারিয়ান শেখ জাবেদ আহমদ, এক্সিলেন্স ইন কমিউনিকেশন রোটারিয়ান এম এইচ আর রুমেল চৌধুরী, ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সিলেন্স রোটারিয়ান তোফায়েল আহমদ, আউটস্ট্যান্ডিং সার্ভিস রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম জুয়েল, ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি রোটারিয়ান মোঃ কবির আহমদ, সাপোর্টিভ মেম্বার রোটারিয়ান মোঃ গোলাম কিবরিয়া, মিডিয়া এক্সিলেন্স রোটারিয়ান এম রহমান ফারুক, ডেডিকেটেড পার্টিসিপেশন রোটারিয়ান কুতুব উদ্দিন, ইন্সপায়ারিং ফিমেল রোটারিয়ান রোটারিয়ান মোছাঃ হাসনা জাহান চৌধুরী, প্রমিসিং লিডারশিপ রোটারিয়ান মোশাররফ হোসেন চৌধুরী, অ্যাকটিভ পার্টিসিপেশন অ্যাওয়ার্ড রোটারিয়ান মোঃ আব্দুল হাকিম।
এদিকে রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার—এর জন্য ২০২৪—২৫ রোটারি বর্ষ ছিল সাফল্য, উদ্ভাবন এবং মানবসেবার এক অনন্য মাইলফলক ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রুপন—এর সুদক্ষ নেতৃত্ব, টিম ওয়ার্ক এবং ক্লাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ফলে ক্লাবটি জেলা পর্যায়ে অসাধারণ স্বীকৃতি অর্জন করেছে।
Related News

যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় বিপাকে পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্থা ভেঙ্গে ফেলায় শিক্ষকRead More

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার, খাঁন মো. রেজা-উন-নবী
সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠানRead More