সিলেটে খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার
কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারি উদ্দোগের পাশাপাশি বেসরকারি ভাবে দেশের খাদ্য চাহিদা পুরনে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। লাগসই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। তিনি দেশের কৃষকদের অভিজ্ঞতালব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য ঘাটতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ক্রমহ্রাসমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রেক্ষিতে টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও লাগসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য।
তিনি রবিবার (১৮ মে) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার চন্ডীপুলস্থ কৃষি তথ্য সার্ভিস সিলেট আঞ্চলিক কার্যালয় কর্তৃক কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আয়োজিত আগামীর কৃষি : খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্য্যালয় সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার ফাহমিদা আক্তারের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনির হোসেন।
মুল প্রবন্ধের উপর আলোচনা করেন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বারি আকবরপুর মৌলভীবাজার এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ ড. কুহিনূর বেগম।
সেমিনারের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হোসেন খান।
স্বাগত বক্তব্য রাখেন, কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্য্যালয় সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার ফাহমিদা আক্তার।
সেমিনারের শেষ পর্যায়ে কৃষিকথার সর্বাধিক গ্রাহক সরবরাহ করায় কর্মকর্তাদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়। দিনব্যাপী সেমিনারে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি
Related News
জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়েRead More
হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিলেটে কর্মশালা অনুষ্ঠিত
সিলেট জেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৫—২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিরRead More

