কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন ও সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক কর্মশালা

কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) সকাল ১১ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিটিএ হেড অব এডমিন মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে ঈদুল আযহায় অনেক বড় বড় গরু কুরবানী করা হয়। সে কুরবানীর চামড়া গুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দেশে বড় অংকের রাজস্ব আয় হবে। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণকে অনুষরন করে কাজ করলে চামড়া শিল্প আরো সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।
খাদিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আসলাম রাহমানির কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী।
কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন ও সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক বিষয়ে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সবুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেদার অ্যাসোসিয়েশনের সহ—সভাপতি শাহীন মিয়া, মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জসীম উদ্দীন প্রমুখ।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More