Main Menu

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে অর্কিড এসোসিয়েট কাজ করে যাচ্ছে, সাবেক রাষ্ট্রদূত আসহাব উদ্দিন

কুয়েত এবং ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. সিলেটের কৃতি সন্তান আসহাব উদ্দিন বলেছেন, পবিত্র আল কোরআনের সূচনা হয়েছে ‘ইক্বরা’ অর্থাৎ ‘পড়ো’ শব্দ দিয়ে। এটি প্রমাণ করে যে, পড়ালেখা এবং জ্ঞান অর্জন ইসলামের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা শুধু ব্যক্তি নয়, সমগ্র জাতির উন্নয়নের হাতিয়ার। এ জন্য শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, মানসম্মত শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অর্কিড এসোসিয়েট। এই প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উপস্থাপনের জন্য সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে বিদেশেও নিজেদের যোগ্যতার প্রমাণ করে দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনতে পারেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি যেন শিক্ষার্থী ও সমাজকে আলোকিত করে এবং উন্নয়নের পথ দেখায়।
বুধবার (১৪ মে) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির ৮ম তলায় অর্কিড এসোসিয়েট এর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অর্কিড এসোসিয়েট এর সত্ত্বাধিকারী ফেরদৌস আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাওলানা খায়রুল জাফর, ভাইস প্রেসিডেন্ট আলীমুল সাদাত চৌধুরী, ট্রেজারার জহির হোসেন তুহিন, পরিচালক আব্দুর রহমান রিপন, আব্দুল মতিন, সেলটার প্রেসিডেন্ট সুলতান আহমদ, ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের সেক্রেটারী আবু তৈয়ব দীপু, কালচারাল সেক্রেটারী আশরাফ পাটওয়ারী জনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, ইয়েস গ্লোবাল এর সত্ত্বাধিকারী নুরুজ্জামান মনি, হেক্সাস এর এমডি আব্দুল কাদির সুমন, কুইনস এডুকেশনের সিইও মোস্তাফিজুর রহমান, নেপালি ইউনিভার্সিটি সাইপ্লাস এর ডেভলাপমেন্ট ম্যানেজার সিমস এ্যরিস্ট টেলস, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, পিসিএ বাংলাদেশের একাডেমিক ডাইরেক্টর আলী আকবর চৌধুরী, কুদত উল্লাহ হাফিজিয়া মাদ্রসার প্রিন্সিপাল হাফিজ মিফতা উদ্দিন, ট্রাস্ট ব্যাকের ম্যানেজার তামান হাসিব, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সামছুল হুদা, প্রাইম ব্যাংকের ম্যানেজার ইব্রাহীম আলী। এছাড়াও অনুষ্ঠানে গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুয়েত এবং ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. আসহাব উদ্দিনসহ অতিথিবৃন্দ ফিতা কেটে অর্কিড এসোসিয়েট এর অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ আল-মাদানী। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *