সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্ত প্রতীক বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্ন জীন হেনরী ডুনান্টের ১৭৯ তম জন্মবার্ষিকী। ঐদিনটি স্মরণ করে বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘‘On the side of humanity’’ দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট’র উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথি বলেন, সারা বিশ্বে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। রেড ক্রিসেন্ট একটি সেবামুলক সংস্থা। মানুষের সেবা করাই মূল কাজ। আমাদের হায়াত কম সময়। সবাইকে চলে যেতে হবে। অল্প সময়ে ভালো কাজ, উদ্যোগে, সেবা, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে।
প্রধান অতিথি একটি উদাহরণস্বরূপ বলেন, ন্যালস ম্যান্ডেলাকে জেলে এক ব্যক্তি খুব বেশে জালতন করতো। তিনি বের হয়ে একদিন ঐ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে তাকে অনুতপ্ত করলেন। রেড ক্রিসেন্ট যেহেতু সেবা মূলক সংস্থা তাই মানুষের ভালো ব্যবহার করে, বুঝিয়ে সেবা প্রদান করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, আগের সরকার কিছু জিনিস বন্ধ করে দিয়েছিল, সেটি আলোচনার মাধ্যমে চালু করতে হবে। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন আরও বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে। সারা বিশ্ব এখন প্রযুক্তি নির্ভর, এগিয়ে যাচ্ছে, আমাদেরও এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ট্রেজারার ও মাতৃমঙ্গল হাসপাতালে ও শিশু কল্যাণ কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী ও যুব রেড ক্রিসেন্ট সদস্য মমতাজ আক্তারে যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিট’র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, রসময় স্কুলের প্রাক্তন শিক্ষক এ কে এম আব্দুর জহির।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের কনসালটেন্ট ডা: মো: নুরুল আলম খান, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, বাংলাদেশে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসাপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র কনসালটেন্ট ডা: উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকার জাতীয় সদর দপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক তরুন কান্তি সাহা, সাবেক যুব প্রদান জালাল উদ্দিন শামীম, সাবেক যুব সদস্য কয়েস আহমদ সাগর প্রমূখ।
এর পূর্বে সকাল ৯টা ১৫ মিনিটে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় কার্যালয়ের সামনে থেকে শান্তি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রাস্থ কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভার পূর্বে রক্তদান কার্যক্রমের উদ্বোধন এবং বিভিন্ন ইউনিটি পরিদর্শন করেন সম্মাননা সনদ ও পদক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। -বিজ্ঞপ্তি
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More