করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি আব্দুল অদুদ পাবেল, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ

সিলেটের ঐতিহ্যবাহী করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। শনিবার (৩ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা মার্কেটের ৭ম তলায় উৎসবমুখর পরিবেশে ভোটারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির দায়িত্বশীলরা হলেন- সভাপতি মো. আব্দুল অদুদ পাবেল, সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান কবির, সহ-সভাপতি মোশারফ হোসেন চৌধুরী মিশু।
সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ (ব্যালট-১২), যুগ্ম সাধারণ সম্পাদক ইফফাত জামান (শুভ), অর্থ সম্পাদক শাহিদ আহমদ, ধর্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন খান। পরিষদের কার্যকরী সদস্যরা হলেন- এস এম মোশারফ হোসেন, হাবিবুর রহমান, আজাদ উদ্দিন, আমিন উদ্দিন, মো. ইরশাদুল বারী, মো. কামরুল ইসলাম, মো. মকসুদুর রহমান চৌধুরী, জাকারিয়া আহমদ, মো. জাহিদুর রহমান, মোহাম্মদ মুরাদুজ্জামান চৌধুরী, মারুফ আহমদ, জসীম আহমদ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ মাসুদ রানা (শাহজাহান)।
উল্লেখ্য, এবার দু’টি ক্যাটাগরিতে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি সাধারণ ব্যবসায়ী ক্যাটাগরি আর অপরটি বন্দোবস্ত ব্যবসায়ী ক্যাটাগরি। সমিতির কার্যকরী পরিষদের ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪২ জন প্রার্থী। এবারের নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিলো ৫৭০টি। এর মধ্যে নির্বাচনে বাতিল ভোটের সংখ্যা ছিলো ১৫টি এবং অনুউস্থিত ভোটের সংখ্যা ছিলো ১৪টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন- আব্দুস সালাম, নির্বাচন কমিশনার আফজাল সিদ্দিকী ও সৈয়দ কামাল হোসেন, সহকারী নির্বাচন কমিশনার আব্দুল মুছব্বির। ৩ সদস্যের আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট অমিতাভ চৌধুরী এবং সদস্য হিসেবে ছিলেন আব্দুল বাসিত রানা ও মো. জামাল মিয়া। বিজ্ঞপ্তি
Related News

হ্নদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম
সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতেRead More

সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আর্ত মানবতার বিমূর্তRead More