Main Menu

সিলেটে আউটসোর্সিং বাতিল না হলে জুন থেকে আন্দোলনের ডাক

বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির (ঢাকা) সভাপতি মো. আব্দুল হান্নান বলেছেন, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ন্যায্য দাবি আদায় করতে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং সংগ্রাম করতে হচ্ছে। কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে হবে, বেতন বৃদ্ধি করতে হবে। আমাদের দাবি আদায়ে প্রয়োজনে আমরা পরিবার-সন্তান নিয়ে আন্দোলন করবো। সরকারি কর্মচারীদের বাদ দিয়ে দেশে কোনো উন্নয়ন হয়নি, হবেও না। সরকারি প্রতিষ্ঠানে জুনের মধ্যে আউটসোর্সিং বাতিল করতে হবে। তা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, কর্মচারীদের অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে, ন্যায্য অধিকার বুঝিয়ে দিতে হবে। না দিলে সিলেটের সকল কর্মচারীদের নিয়ে সড়কে নামতে বাধ্য হব।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ জেলা শাখা সিলেটের উদ্যোগে বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মে দিবস উযযাপন আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা সিলেটের আহবায়ক মো. আবুল কালাম।
পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া ও এমসি কলেজ শাখার সভাপতি মো. মুসলেক আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি দেবাংশু ভট্টাচার্য্য, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোহাম্মদ সুলতান মিয়া, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. কুতুব উদ্দিন, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহিব উল্যাহ, শাহ্ জালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার রমজান আলী, গোয়াইনঘাট উপজেলা শাখার লুৎফুর রহমান, শামীম আহমদ, সিলেট এমএজি ওসমানী মেডিকাল শাখার হারিস আলী, গ্রাম পুলিশ শাখার সভাপতি জামাল মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ আলম, জালালাবাদ গ্যাস অস্থায়ী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাইকেল কুমার শর্মা, সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কল্যাণ সমিতির সভাপতি ছোয়াব আলী, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, এমসি কলেজ শাখার বেসরকারি সমিতির সহ-সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি মো. মহিবুর রহমান, হাসপাতাল শাখার সিনিয়র সহ-সভাপতি সো. আক্কাছ আলী, জেলা সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের জৈন্তাপুর শাখার সভাপতি মো. মুহিবুর রহমান। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *