ওসমানী বিমানবন্দরের টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও বিদেশী এয়ারলাইন্স অবতরণের দাবী জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসীর স্বারক লিপি প্রদান

সিলেট ওসমানী বিমানবন্দরের টার্মিনালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ও বিদেশী এয়ারলাইন্স অবতরণের দাবী জানিয়ে শুক্রবার ( ২৫শে এপ্রিল ) নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের শেখ বশির উদ্দীন ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এর বরাবরে স্বারকলিপি প্রদান করেন যুক্তরাষ্ট্র বসবাসকারী সিলেটি প্রবাসীরা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল, গ্লোবাল জালালাবাদ এসোসোসিয়েশনের সাধারন সম্পাদক ও সাবেক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার আজিমুর রহমান বুরহান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, বাংলাদেশ ল সোসাইটি মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি জালালালাবাদ এসোসিয়েশনের সাবেক নির্বাচন কমিশনার ছালেহ আহমদ চৌধুরী, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মুলধারার রাজনীতিবিদ হাসান আলী, দীর্ঘ ৪০ বছর ধরে প্রবাসীদের দাবি নিয়ে সব সময় সোচ্চার সিলেট টু নিউইয়র্ক চ্যানেলের এম ডি, খলকু কামাল প্রমুখ। সবাই অনতিবিলম্বে সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টে যেন বিদশী এয়ারলাইন্সের বিমানের ফ্লাইট যেন চালু করা সে বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় দেশে বিদেশের সবাই মিলে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More