Main Menu

দক্ষিণ সুরমায় তথ্য অফিসের ‘আমার কিছু বলার আছে’ আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দক্ষিণ সুরমা উপজেলার হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিশু, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। তাঁর উপস্থাপনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ উঠে এসেছে। এতে শিশু, কিশোর-কিশোরীদের সম্ভাবনা কাজে লাগাতে আগামী প্রজন্ম কীভাবে অবদান রাখতে পারে তা ব্যাপকভাবে আলোকপাত করা হয়।

কিশোর-কিশোরীদের আলোচনা অনুষ্ঠানটিতে কিশোর-কিশোরীরা কৃষিভিত্তক বাংলাদেশের কৃষির উন্নয়ন, কৃষকের প্রশিক্ষণ, সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিল্প প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যাপক সংযোজন, মৌলিক চাহিদা পূরণ, নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ, কর্মমুখী শিক্ষাসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। এ সময় তারা দৃঢ়তার সাথে মাদককে ‘না’ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচি বাস্তবায়নকে ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন বলেছেন, কিশোর-কিশোরীদের যোগাযোগ কার্যক্রমে বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন। ইংরেজি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া অপরিহার্য। পড়ার পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে আত্ম-উন্নয়ন করার প্রচেষ্টা থাকলে তাদের সাফল্য আসবেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসের প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায় ও পরিচালনা পর্ষদের দাতা সদস্য মো. জলফু মিয়া চৌধুরী বক্তব্য রাখেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *