পাল্টা সংবাদ সম্মেলনে জকিগঞ্জের পাবেল আহমদ, নিজেদের অপরাধ আড়াল করতে মিথ্যাচার করছেন আয়নুল হক
জকিগঞ্জের পীরনগর গ্রামের পাবেল আহমদ অভিযোগ করেছেন তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও নিজেদের অপরাধ আড়াল করতে মিথ্যাচার করছেন একই গ্রামের আয়নুল হক। মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
পাবেল আহমদ লিখিত বক্তব্যে বলেন, পীরনগর গ্রামের এমাদ উদ্দিন, তার ভাই দেলোয়ার ও তাদের অনুগত আয়নুল হক নানা অপকর্মে লিপ্ত। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এলাকায় জমি দখল, মাদক ব্যবসা, চোরাচালানের সাথে জড়িত ছিল। জীবীকা নির্বাহ করার মতো তাদের কোনো পেশা নেই। তারা আওয়ামী লীগ সরকারের আমলে দালালি ও ত্রাস সৃষ্টিার মাধ্যমে সাধারণ মানুষের হক মেরে নিজেদের পকেট ভারী করতো। এমাদ উদ্দিন দলীয় প্রভাব বিস্তার করে স্থানীয় মেম্বার হওয়ার পর থেকে নিরীহ মানুষের ওপর জুলুম বহু মাত্রায় বেড়ে যায়। সরকারি বাজেট ও অনুদান নিজে আত্মসাত করছে। এসব বিষয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও রয়েছে।
পাবেল আহমদ বলেন, প্রকৃত সত্য আড়াল করে নিজের গা বাঁচাতে তার পরিবারের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করেছে আয়নুল হক্। যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে এতদিন আওয়ামী লীগ পরিচয়ে আমাদের ইসলামপন্থী পরিবার গুলোকে হয়রানি নির্যাতন করে আসছিল তারা। এখন বিএনপি আর বৈষম্যবিরোধীর পরিচয় দিয়ে নতুন রূপে আবির্ভূত হয়েছে। এরাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রকৃতপক্ষে গত ২ মার্চ বিকেলে এমাদ, রুহেল আহমদ, সাজন আহমদ, জাবেরসহ তাদের সহযোগীদের নিয়ে তার বসত ঘরে হামলা চালায়। এ সময় তার দোকান ও ঘরে ভাংচুর ও লুটপাট করে। তার স্ত্রী হেপী বেগম বাধা দিতে গেলে তাকে ও তার বৃদ্ধ মাকে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় তার স্ত্রী হেপী বেগম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত—জকিগঞ্জ এ একটি সি আর মামলা করেছেন। যা আদালতের নির্দেশে তদন্ত চলছে। পাবেল জানান, তিনি জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডাশেনের বর্তমান ওয়ার্ড সভাপতি। তিনি বরাবরই এই চক্রের অপকর্মের বিরোধী ছিলেন। যার কারণে স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।
এই চক্রের বিরুদ্ধে আইনশৃংখলা বাহিনীকে সোচ্চার ভূমিকা রাখার আহবান জানান তিনি। সেই সাথে বিএনপির সিলেট জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন করেন এ ধরনের লোকদের বিএনপির নামে কর্মকান্ড চালানো থেকে বিরত রাখার।
Related News
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More

