রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের

অঘটন প্রায় ঘটেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে হয়েছে রক্ষা। আইরিশ নারীদের বিপক্ষে রক্তহিম করা রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ। দলকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন রিতু মণি।
বিশ্বকাপ বাছাইয়ের নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার আয়ারল্যান্ড নারী দলের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। যেখানে রূদ্ধশ্বাস লড়াই হলেও ৮ বল হাতে রেখে ২ উইকেটের জয় পায় টাইগ্রেসরা।
লাহোরে রোববার আগে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান করেছে আইরিশ নারীরা। এর আগে কখনো এত রান তাড়া করে জেতেনি নিগার সুলতানারা। ফলে জিততে হলে ইতিহাস গড়তে হতো টাইগ্রেসদের।
তবে ইতিহাস গড়তে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ। জবাব দিতে নেমে তৃতীয় বলেই ফারজানা হকের (০) উইকেট হারায় দল। দ্রুত ফেরেন আরেক ওপেনার ইশমা তানজিমও, ১৫ বলে মাত্র ২ রান করেন তিনি।
২ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশকে ম্যাচে ফেরান নিগার সুলতানা ও শারমিন আক্তার। তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন ৫২ রানের জুটি। শারমিন আউট হোন ৪৫ বলে ২৪ করে। তবে লড়াই চালিয়ে যান জ্যোতি।
দলীয় ৮২ রানে ফেরেন সোবাহানা মোস্তারি (৭)। এরপর অবশ্য জ্যোতিও বেশিক্ষণ টেননি। ৬৮ বলে ৫১ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। ৯৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের হাল ধরেন রিতু ও ফাহিমা খাতুন।
কিন্তু তাদের ৫৫ রানের জুটি ভাঙতেই বিপদে বাড়ে। ৩৮ বলে ২৮ রান করে আউট হন ফাহিমা। তবে থামেননি রিতু। জান্নাতুলকে নিয়ে সপ্তম উইকেটে যোগ করেন ৪০ রান। জান্নাতুল আউট হোন ১২ বলে ১৮ করে। দ্রুত ফেরেন রাবেয়াও।
১৮৬ রানে ৮ উইকেট হারিয়ে দল যখন হারের প্রহর গুনছে, তখন জাদু দেখান রিতু। বোলারদের নিয়ে লিখেন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটি।
শেষ পর্যন্ত ৬১ বলে ৬৭ রানের অবিশ্বাস্য এক হার না মানা ইনিংস খেলে দলকে জয় এনে দিলেন রিতু। আর জয়সূচক রানটা করেন ছক্কা মেরে। আর টানা দুই জয়ে বিশ্বকাপ-স্বপ্নটা আরো উজ্জ্বল হয়েছে বাংলাদেশের।
এর আগে টস হেরে বোলিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। প্রথম ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেয় সারাহ ফোর্বসের (৪) উইকেট। তবে এরপর অধিনায়ক গ্যাবি লুইসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫০ রান যোগ করেন অ্যামি হান্টার।
তবে ভয়ংকর হবার আগে এই জুটি ভাঙেন জান্নাতুল। ২৪ রানে ফেরেন লুইস। আর হান্টার ফেরেন রান আউট হয়ে। ৩৮ বলে ৩৩ রান করে। কিন্তু ওরলা প্রেন্ডারগাস্ট ও লরা ডিলানি মিলে এবার গড়েন ৭২ রানের জুটি।
৬৪ বলে ৪১ রান করে দলীয় ১৪৯ আউট হন প্রেন্ডারগাস্ট। ডিলানি আউট হোন ৬৩ রানে। ১৮২ রানে ৫ উইকেট পতনের পর অবশ্য আর কেউ তেমন সুবিধা করতে পারেননি। ২৪ রানে অপরাজিত থাকেন ক্যালি।
বল হাতে রাবেয়া খান ৩ ও ফাহমিদা খাতুন নেন ২ উইকেট।
Related News

রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
অঘটন প্রায় ঘটেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে হয়েছে রক্ষা। আইরিশ নারীদের বিপক্ষে রক্তহিম করা রোমাঞ্চকরRead More

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More