গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহত্তর শিবগঞ্জবাসীর বিশাল মানববন্ধন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজের পর শিবগঞ্জ পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের পরপরই বিভিন্ন এলাকা ও মসজিদ থেকে ভিন্ন ভিন্ন ব্যানারে খন্ড খন্ড মিছিল এসে শিবগঞ্জ পয়েন্টে জড়ো হতে থাকে। এসময় মিছিলকারীরা ইসরায়েলবিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। মানববন্ধনে অংশ নেন শত শত তৌহিদী জনতা। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা এবং গণহত্যার প্রতিবাদ জানিয়ে আঁকা বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন হাতিমিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু। মাওলানা শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি এহতেশামুল হক ক্বাসিমী, মুফতি আযিযুর রহমান, মাওলানা নূর আহমদ ক্বাসিমী, মাওলানা আশিকুর রহমান, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইব্রাহিম কাসিমী, মাওলানা আব্দুল্লাহ আরাফাত, শাহিন আহমদ, ইমাম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন নাজিম উদ্দীন লস্কর, আব্দুল আলিম দ¦ীপক, ফয়জুল কয়েস, খায়রুল ইসলাম খায়ের, আব্দুস সামাদ, মাওলানা জাকারিয়া আহমদ, আশরাফ আলী, আকবর আলী, জুনাইদ আহমদ, আব্দুল মুক্তাদির জুবের, আব্দুল কাইয়ুম কামাল, জুবেল আহমদ সুহেল, আকবর হোসেন কয়সর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের পাশাপাশি যেসব দোকানে ইসরায়েলের পণ্য বিক্রি করা হয় তা বয়কটের আহ্বান জানান। তারা বলেন, ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে একটি যুদ্ধ। তাদের বর্বরতায় পুরো গাজা এখন মাটির সাথে মিশে গেছে। বাংলাদেশের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর বার্তা দেওয়া। এছাড়া পাসপোর্টে ‘একগেহ্ম ইসরাইল’ পুনর্বহাল করে গাজীবাসীর জন্য মানবিক সহায়তা পাঠানো। তারা বলেন, গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম উম্মাহ এখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। বক্তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিম রাষ্ট্রগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। মুসলমানরা শান্তিপ্রিয় ও সহিংসতাবিরোধী উল্লেখ করে বক্তারা আন্দোলনের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের নিন্দা করে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহত্তর শিবগঞ্জবাসীর বিশাল মানববন্ধন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীরRead More