হাটখোলা ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াত কর্মীদের ৫টি গুনের অধিকারী হতে হবে, মাওলানা ইসলাম উদ্দিন
জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর এসিসট্যান্ট সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন বলেছে, জামায়াত কর্মীদের ৫টি গুনের অধিকারী হতে হবে। এই ৫টি গুন অর্জন করতে পারলে সমাজে সহজে নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। তিনি আরোও বলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হতে হলে আমাদেরকে ত্বাকওয়াবান হতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখেদুঃখে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এটাই হলো জামায়াতের একটি নীতি ও নৈতিকতা।
সোমবার বিকেলে হাটখোলা ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামি সিলেট মহানগরীর অন্তর্ভূক্ত সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের আমীর হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর আব্দুল লতিফ লালা, সেক্রেটারী আল ইমরান, এসিসট্যান্ট সেক্রেটারী সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, অনান্যর মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রায়হান আহমদ, ছয়ফুল আমিন, নাজমুল হাসান, রাসেল আহমদ, মারুফ আহমদ, আশরাফুল আলম ফাহাদ, আনসার মিয়া, মাহফুজ প্রমুখ।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

