Main Menu

লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’র ইফতার উপহার বিতরণ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে পরিবার প্রতি নগদ ১ হাজার টাকা করে ইফতার উপহার বিতরণ করেছে ‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে’।
সোমবার (২৫ মার্চ) সকালে হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কার্যক্রমে ১৬০ দরিদ্র পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি সুহেল মিয়া। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন গ্রামের মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামিল আহমদ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজারীগাঁও মাঝাপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মানিকুজ্জামান এবং ব্যবসায়ী ও সমাজসেবক কামাল খান।

এদিকে, লামাকাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লালা মিয়ার সভাপতিত্বে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আরেকটি ইফতার উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের চ্যারিটি সম্পাদক শাহ জুবায়েল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আবু তাহের মিছবাহ (দুদু), সদস্য পীর শাহ চয়ন মিয়া, মুরব্বি মানিক মিয়া ও সংগঠক আব্দুল আহাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *