রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ার দরিদ্র ব্যাক্তিকে ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করলো

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার— এর ২০২৪—২৫ সালের “হোম ফর হোমলেস” প্রজেক্টের অংশ হিসেবে একজন দরিদ্র ব্যাক্তিকে ঘর নির্মাণের জন্য ৪০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর দাসপাড়ার, চকগ্রাম এলাকায় হতদরিদ্র একটি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক ৩২৮২ এর পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাইওনিয়ারের চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম, চার্টাট সেক্রেটারী রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, সেক্রেটারী রোটারিয়ান আজাদ উদ্দিন, পিপি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পিপি রোটারিয়ান এনামুল কবির, পিপি মওদুদ আহমদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মুরাদুজ্জামান চৌধুরী, আন্তর্জাতিক ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমদ, বুলেটিং এডিটর রোটারিয়ান এম এইচ আর রুমেল আহমদ চৌধুরী, রোটারিয়ান শাহাব উদ্দিন শিহাব, রোটারিয়ান গোলাম কিবরিয়া নাঈম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পিডিজি শহিদ আহমদ চৌধুরী বলেন রোটারি ক্লাব ও রোটারিয়ানদের মুল উদ্দেশ্য দেশ তথা সাড়া বিশ্বের মধ্যে আর্থমানবতার জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার যেসব কাজ করে যাচ্ছে তার জন্য তারা প্রশংসার দাবিদার। তারা একটি দরিদ্র পরিবারের গৃহ নির্মাণে জন্য সিমেন্ট প্রদান করছে এটা খুবই মহৎ কাজ।
পিডিজি শহিদ আহমদ চৌধুরী বলেন আমার হাত ধরে এই ক্লাবটি চার্টাট পেয়েছিল, আজ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের বিভিন্ন কার্যক্রম দেখে নিজের এই চার্টাট দেয়াকে সার্থক মনে করছি। তিনি ক্লাবের যেকোন প্রয়োজনে সবসময় সহযোগীতা হাত প্রসারিত করবেন এই আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

গাজায় ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বৃহত্তর শিবগঞ্জবাসীর বিশাল মানববন্ধন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীর বৃহত্তর শিবগঞ্জ এলাকাবাসীরRead More