শেয়ার নেট বাংলাদেশের এসআরএইচআরপ নলেজ ফেয়ার কনফারেন্স সম্পন্ন

শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত ৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার” নামক এক বৃহত্তম কনফারেন্স সম্পন্ন হয়েছে।
এসআরএইচআর নলেজ ফেয়ার-২০২৪ কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
গত রবিবার রাজধানী ঢাকার এক পাঁচ-তারকা হোটেলে শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত “৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার কনফারেন্স অনুষ্টিত হয়।
কনফারেন্সের এবারের থিম ছিল “ইউথ পাওয়ার ২০২৪ : নাথিং উইদাউট আস।” কনফারেন্সের মূল আকর্ষণ ছিল “প্যানেল ডিসকাশন অন নাথিং উইদাউট আস-ইউথ লিডারশীপ টু প্রমোট এসআরএইচআর” নামক প্ল্যানারি সেশন।
কনফারেন্সে কি-নোট প্রেজেন্টেশন, প্লেনারি সেশন, থিমেটিক সেশন, রিসার্চ পেপার প্রেজেন্টেশন ছাড়াও শেয়ার-নেট বাংলাদেশ এসআরএইচআর রিকোগনাইশন এওয়ার্ডস ২০২৪ ঘোষণা করা হয়।
কনফারেন্সের চেয়ারপার্সন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত ৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার-২০২৪ কনফারেন্স সফল ভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও উপস্থিত সবাই এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News

সিলেট সদরে ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা
ব্র্যাক এক্সিলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালেRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More