শেয়ার নেট বাংলাদেশের এসআরএইচআরপ নলেজ ফেয়ার কনফারেন্স সম্পন্ন

শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত ৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার” নামক এক বৃহত্তম কনফারেন্স সম্পন্ন হয়েছে।
এসআরএইচআর নলেজ ফেয়ার-২০২৪ কনফারেন্সে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ।
গত রবিবার রাজধানী ঢাকার এক পাঁচ-তারকা হোটেলে শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত “৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার কনফারেন্স অনুষ্টিত হয়।
কনফারেন্সের এবারের থিম ছিল “ইউথ পাওয়ার ২০২৪ : নাথিং উইদাউট আস।” কনফারেন্সের মূল আকর্ষণ ছিল “প্যানেল ডিসকাশন অন নাথিং উইদাউট আস-ইউথ লিডারশীপ টু প্রমোট এসআরএইচআর” নামক প্ল্যানারি সেশন।
কনফারেন্সে কি-নোট প্রেজেন্টেশন, প্লেনারি সেশন, থিমেটিক সেশন, রিসার্চ পেপার প্রেজেন্টেশন ছাড়াও শেয়ার-নেট বাংলাদেশ এসআরএইচআর রিকোগনাইশন এওয়ার্ডস ২০২৪ ঘোষণা করা হয়।
কনফারেন্সের চেয়ারপার্সন আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ শেয়ার-নেট বাংলাদেশ আয়োজিত ৯ম এসআরএইচআর নলেজ ফেয়ার-২০২৪ কনফারেন্স সফল ভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ ও উপস্থিত সবাই এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Related News

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদেরRead More