পূবালী ব্যাংক পিএলসি টুকেরবাজার শাখায় ইসলামিক কর্ণারের শুভ উদ্বোধন
মনোরম সাজে সিলেট নগরীর তেমুখিস্থ পূবালী ব্যাংক পিএলসি টুকেরবাজার শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন হয়েছে। ৪ নভেম্বর সোমবার সন্ধায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান ও উপ- মহা ব্যবস্থাপক মোহাম্মদ মশাইদুল্লাহ ফিতা কেটে নব সাজে সজ্জিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।
টুকেরবাজার শাখার ডেপুটি জুনিয়র অফিসার মোহাম্মদ আইয়ুব আলীর সঞ্চালনায় ও টুকেরবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পশ্চিম অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সমরেন্দ্র নাথ রায়।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ মশাইদুল্লাহ বলেন, অন্যান্য ব্যাংকিং সেবার পাশাপাশি পূবালী ব্যাংক ইসলামিক ব্যাংকিং সেবাও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। গ্রাহকবৃন্দের চাহিদার কথা চিন্তা করে দেশব্যাপী ‘ইসলামিক কর্ণার’ স্থাপনের কাজ তাই দ্রুততার সাথে এগিয়ে চলেছে। তিনি সংশ্লিষ্টদের এসব কর্ণারে সেবা গ্রহণের আহবান জানিয়ে বলেন, এতে করে দেশের অর্থনীতির পুর্নগঠনে কার্যকর ভূমিকা রাখা আরও সহজতর হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ব্যাংকের গ্রাহক মো: আবাব মিয়া, আব্দুল্লাহ আল রিপন, আতিকুর রহমান তুলা মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচলনা করেন, টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জসিম উদ্দিন।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

