শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের যোগদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য হিসেবে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রেজিস্টার দপ্তরের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১৩ (১) ও ১৪ (১) অনুযায়ী যথাক্রমে অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিমকে উপ-উপাচার্য এবং অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন। নবনিযুক্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও উন্নতি সাধনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশ্ববিদ্যালয় নবনিযুক্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন বলেন, নতুন বাংলাদেশের সরকার কর্তৃক নিযুক্ত হয়ে অদ্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করলাম। প্রানের এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে সর্বোচ্চ ভুমিকা রাখবো। একই সাথে জুলাই বিপ্লবে নিহতদের জন্য মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
Related News

জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, আমাদেরRead More

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও আইডিই-র যৌথ অংশীদারিত্বে সমঝোতা স্মারকের সূচনা সভা
বুধবার (৬ আগস্ট) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং আইডিই বাংলাদেশ একটি সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমেRead More