সিসিকে সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিলেট সিটি কর্পোরেশনে সরকারি ক্রয় ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় নগর ভবনের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিক প্রশাসক ও সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিসিক সচিব মোঃ আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ মতিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ^জিৎ দেব, নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পানি) আব্দুস সোবহান, প্রধান এসেসর আব্দুল বাছিত, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, ট্যাক্সেশন অফিসার জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ, শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমজাকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More