মানবিক সেবার মাধ্যমে নিরাপদ বিশ্ব গড়ে তোলার আন্দোলনে রোটারিয়ানদেরকে সম্পৃক্ত হতে হবে, পিডিজি আশীষ ঘোষ
ভারত তথা উপমহাদেশের রোটারি আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব রোটারি ইন্টারন্যাশনাল—এর প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পিডিজি আশীষ ঘোষ বলেছেন, মানবিক সেবার মাধ্যমে একটি নিরাপদ ভালো বিশ্ব গড়ে তোলার আন্দোলনে রোটারিয়ানদেরকে নিজ নিজ অবস্থান থেকে সম্পৃক্ত হতে হবে। এজেন্য নিজ নিজ ক্লাবের কার্যক্রম বৃদ্ধিসহ রোটারির বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্যে নিজেদেরকে দক্ষ উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।
নগরীর একটি অভিজাত হোটেলে আজ শনিবার (১৩ জুলাই) রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট—৬৫ আয়োজিত ‘জোনাল ট্রেনিং এসেম্বলি সিলেট ২০২৪’—এর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল—এর প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা ডিস্ট্রিক্ট ৬৪—৬৫—এর পিডিজি আশিস ঘোষ একথা বলেন। ট্রেনিং—এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং—এর চেয়ারম্যান সৈয়দ আশরাফ আহমদ। ট্রেনিং এসেম্বলির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিডিজি ইশতেয়াক এ জামান। অনুষ্ঠানে পিপি মোহাম্মদ রেহান উদ্দিন রায়হান পিএইচএফ সম্পাদিত ‘দি ম্যাজিক অব রোটারি’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। বিভিন্ন পর্বে প্রশিক্ষণ প্রদানে অংশ নেন ডেপুটি কো—অর্ডিনেটর ফর মেম্বারশিপ রিটেনশন জাকির আহমদ চৌধুরী, ডেপুটি কো—অর্ডিনেটর ফর এডমিন এ এস এম কামরুজ্জামান রুম্মান, ডেপুটি কো—অর্ডিনেটর ফর ট্রেনিং এন্ড কনটিনুয়িনিং এডুকেশন কেরামাতুল আজিম, ডেপুটি কো—অর্ডিনেটর ফর ফাইন্যান্স মোঃ কবির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান মোঃ বদরুল আলম পিএইচএফ, গীতা পাঠ করেন পিপি নিরেশ চন্দ্র দাশ পি এইচ এফ, রোটারি ইনভেকেশন পাঠ করেন এ এস এম কামরুজ্জামান রুম্মান।
দিনব্যাপী প্রশিক্ষণে পাঁচ শতাধিক রোটারিয়ান অংশগ্রহণ করেন।
Related News
জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়েRead More
হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিলেটে কর্মশালা অনুষ্ঠিত
সিলেট জেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৫—২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিরRead More

