Main Menu

Saturday, June 22nd, 2024

 

কান্দিগাঁও খাদিমনগর ও হাটখোলা ইউনিয়নে সদর উপজেলা চেয়ারম্যান সুজাত আলী রফিকের ত্রাণ বিতরণ

বন্যার প্রথম দিন থেকেই বিরামহীন ভাবে বানভাসি মানুষের পাশে রয়েছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক। তারই ধারাবাহিকতায় শনিবার (২২ জুন) সকালে কান্দিগাঁও ও খাদিমনগর ইউনিয়নের জৈনকার কান্দি,   শিমুলকান্দি, বরইকান্দি, বালিয়া কান্দি, নয়া টিলা গ্রামে ত্রাণ বিতরণ করেন। এদিকে বিকেলে অধ্যক্ষ সুজাত আলী রফিক ত্রান বিতরণ করেন কান্দিগাঁও ইউনিয়নের ডন্ডার চক ও হাটখোলা ইউনিয়নের  ৫নং ওয়ার্ডে। এসময় উপস্থিত ছিলেন মাওলানা বিলাল আহমদ, বিরাই মিয়া মেম্বার, নুরুল আমিন খুকু মেম্বার, যুবলীগ নেতা মো. কুতুব উদ্দিন, উস্তার আলী, তাজির আলী, মো.সাদ উদ্দিন প্রমুখ।Read More


নির্বাচনে দুইবার পরাজিতের পর ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা ও ষড়যন্ত্রে লিপ্ত সাবেক মেম্বার  জৈইন উদ্দিন

ইউপি নির্বাচনে দুইবার পরাজিত হওয়ার পর ক্ষিপ্ত হয়ে আমার ও আমার লোকজনের উপর হামলা ও ষড়যন্ত্রে লিপ্ত সাবেক মেম্বার  জৈইন উদ্দিন। গত ১৯ জুন সন্ধ্যায় সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর মানসিনগর বাজারে বর্তমান মেম্বার মোঃ গেদন মিয়ার ভাই সবজি ব্যবসায়ী লাল মিয়ার উপর পরিকল্পিত হামলা চায় সাবেক মেম্বার  জৈইন উদ্দিন।  লাল মিয়ার সবজির উপর লাথি মেরে মাটিতে ফেলে দেয় পরে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্তক ভাবে আহত করে। আহত অবস্থায় লাল মিয়া বাড়ীতে উঠলে তার মেয়ে জালালাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনাRead More