রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ২০২৪-২৫ সালের কমিটি গঠন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ২০২৪-২৫ সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত শনিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে বোর্ড মিটিং এর মাধ্যমে ক্লাবের চার্টাড প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস সালাম এর উপস্থিতিতে ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন সর্বসম্মতিক্রমে ২০২৪-২৫ সালের কমিটি ঘোষণা করেন।
ঘোষিত ২০২৪-২৫ সালের কমিটিতে ক্লাব প্রেসিডেন্ট হিসেবে রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম রূপন, ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসেন চৌধুরী মিশু, ভাইস প্রেসিডেন্ট মুরাদুজ্জামান চৌধুরী, ইলেক্ট প্রেসিডেন্ট মোঃ ছালেহ আহমদ, ক্লাব ট্রেইনার পি পি আমিরুল ইসলাম, সেক্রেটারি রোটারিয়ান আজাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান এস কে জাবেদ, জয়েন্ট সেক্রেটারি জয়নুল আবেদিন বুলু, ট্রেজারার রোটারিয়ান এ এস এম আরিফ হোসেন, সাজেন্ট অব আর্মস রোটারিয়ান ওলিউর রহমান মাছুম, বুলেটিং ডিরেক্টর রোটারিয়ান মাজহারুল ইসলাম সাদী, আন্তর্জাতিক ডিরেক্টর রোটারিয়ান তোফায়েল আহমদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান মোঃ নুরুল ইসলাম জুয়েল, কমিউনিটি ডিরেক্টর রোটারিয়ান করিব আহমদ, সদস্য রোটারিয়ান কুতুবউদ্দিন, সদস্য রোটারিয়ান এম রহমান ফারুক, সদস্য এ এইচ এম রুমেল আহমদ চৌধুরী, রোটারিয়ান দেলোয়ার হোসেন শিপু, রোটারিয়ান শাহাবুদ্দিন শিহাব, রোটারিয়ান আব্দুল হাকিমকে নির্বাচিত করা হয়।
ক্লাবে আরো রয়েছেন সিপি রোটারিয়ান আব্দুস সালাম, পিপি রোটারিয়ান রাহিম ইসলাম মিছলু, পিপি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না, পিপি রোটারিয়ান এনামুল কবির, পিপি মওদুদ আহমদ, আই পিপি রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান চৌধুরী। বিজ্ঞপ্তি
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More