এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৭১.৬২%
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬২%।
রবিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় শিক্ষা বোর্ডে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল।
তিনি জানান- এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর সিলেট বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৯৯ জন।
গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ কমেছে ৩ হাজার ১৮২ টি। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৮১ জন।
জানা গেছে, এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এরমধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬ জন।
তাদের মধ্যে ২৩ হাজার ৯১৬ জন ছেলে ও ৩৫ হাজার ৬২০ জন মেয়ে।
এদিকে, জিপিএ-৫ পেয়েছে ১৬৯৯ জন। এর মধ্যে ৮১৯ জন ছেলে ও মেয়ে ৮৮০ জন।
উল্লেখ্য, গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর অর্থাৎ- ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।
Related News
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ‘ইনোভেশন মেলা-২০২৪’ অনুষ্ঠিত
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ‘ইনোভেশন মেলা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় জেসিপিএসসি’রRead More
‘জুলাই বিপ্লবের স্মরণে’ শাবিপ্রবিতে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
জুলাই বিপ্লবের স্মরণে শাবিপ্রবিতে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলচিত্র বিষয়কRead More