জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত
জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ আগস্ট জালালাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে সংগঠনের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া। ৫ নং ওয়ার্ডের মেম্বার শরীফ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল গফ্ফার, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, আবু সাঈদ মো: আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জইন উদ্দিন বর্তমান মেম্বার ৭ নং ওয়ার্ড, মানিক মিয়া বর্তমান মেম্বার ৩নং ওয়ার্ড, হারুন রশিদ বিশিষ্ট মুরব্বী ও শালীস ব্যাক্তিত্ব, নজরুল ইসলাম সুমন উপদেষ্টা জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
এ ছাড়া এলাকার আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার এবং অতিথিগণ দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সকলের আন্তরিকতার মাধ্যমে সেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা এগিয়ে নেওয়ার আহবান জানান। উল্লেখ্য, গত ৫ আগস্ট জালালাবাদ সাহিত্য পাঠাগার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গফ্ফার ও সহকারী নির্বাচন কমিশনার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ ও আব্বাস আলী খানের উপস্থিতিতে (সভাপতি, সেক্রেটারি, অর্থ ও সাংগঠনিক) এই চারটি পদে ৯ ওয়ার্ডের ১৮জন প্রতিনিধির ভোট প্রয়োগের মাধ্যমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কামরুল হাসান, সেক্রেটারি আজিজুর রহমান, অর্থ সম্পাদক খালেদ আহমদ ও সাংগঠনিক পদে ছাব্বির আহমেদ নির্বাচিত হোন। পরে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে দুই বছর মেয়াদী ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More