জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজকল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠিত
জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৯ আগস্ট জালালাবাদ ইউনিয়ন পরিষদের হলরুমে সংগঠনের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক মিয়া। ৫ নং ওয়ার্ডের মেম্বার শরীফ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ও প্রধান নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুল গফ্ফার, সহকারী নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, আবু সাঈদ মো: আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জইন উদ্দিন বর্তমান মেম্বার ৭ নং ওয়ার্ড, মানিক মিয়া বর্তমান মেম্বার ৩নং ওয়ার্ড, হারুন রশিদ বিশিষ্ট মুরব্বী ও শালীস ব্যাক্তিত্ব, নজরুল ইসলাম সুমন উপদেষ্টা জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।
এ ছাড়া এলাকার আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার এবং অতিথিগণ দিকনির্দেশনা মূলক বক্তব্য ও সকলের আন্তরিকতার মাধ্যমে সেচ্ছাসেবী সংগঠন জালালাবাদ ইউনিয়ন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা এগিয়ে নেওয়ার আহবান জানান। উল্লেখ্য, গত ৫ আগস্ট জালালাবাদ সাহিত্য পাঠাগার কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গফ্ফার ও সহকারী নির্বাচন কমিশনার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ ও আব্বাস আলী খানের উপস্থিতিতে (সভাপতি, সেক্রেটারি, অর্থ ও সাংগঠনিক) এই চারটি পদে ৯ ওয়ার্ডের ১৮জন প্রতিনিধির ভোট প্রয়োগের মাধ্যমে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কামরুল হাসান, সেক্রেটারি আজিজুর রহমান, অর্থ সম্পাদক খালেদ আহমদ ও সাংগঠনিক পদে ছাব্বির আহমেদ নির্বাচিত হোন। পরে নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে দুই বছর মেয়াদী ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে: খন্দকার মুক্তাদির
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ দেশটাকে ধ্বংস করার জন্যRead More