Main Menu

কামাল বাজার ইউনিয়ন প্রতিষ্ঠায় অধ্যক্ষ মনোওর আলীর অবদান রয়েছে, হাবিবুর রহমান হাবিব এমপি

বিশ্বনাথ উপজেলার কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ এ.কে.এম. মনোওর আলীর অবসরকালীন বিদায়ী সংবর্ধনা গত শনিবার (১০ জুন) মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা বুরহান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, র‌্যাব-১ এর সিনিয়র এএসপি নোমান আহমদ, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নোমান, বিশ্বনাথ দারুল উলূম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ।
বক্তারা বলেন- এ.কে.এম. মনোওর আলী শুধু একজন প্রতিষ্ঠান প্রধান ছিলেন না, তিনি কামাল বাজার এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। বিশেষ করে কামাল বাজার ইউনিয়ন প্রতিষ্ঠায় তার অবদান ছিল। বক্তারা বলেন শিক্ষকতার পাশাপাশি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন।
সংবর্ধনা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান ও সৈয়দ ফখরুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ এ.কে.এম. মনোওর আলী। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান।শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি মনোওর আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে তাকে উৎসর্গকৃত “আলোকিত মানব” স্মারকের প্রকাশনা করেন অতিথিবৃন্দ।
এর আগে সকালে বিশাল মোটর শোভাযাত্রা করে অধ্যক্ষ মনোওর আলীকে তার বাসস্থান থেকে মাদরাসায় নিয়ে আসা হয়। প্রথম অধিবেশনে জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। দুই পর্বে সাজানো অনুষ্ঠান উদ্বোধন করেন কামাল বাজার ফাজিল ডিগ্রি মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. মহি উদ্দিন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গনি, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, কামরুজ্জামান চৌধুরী, আতিকুর রহমান লিটন, কামাল আহমদ, আনোয়ার হোসাইন, রাজু আহমেদ, শামসুল হক, আজম আলী স্যার, মকব্বির আলী, গোলাম আজম মঞ্জু, এইচ এম মাসুক মিয়া, ফারক মিয়া মেম্বার, মাওলানা আব্দুল নাঈম রমজান, মাওলানা আব্দুল মালিক, মাওলানা বখতিয়ার আহমেদ, হাসান আহমেদ, দিহান আহমেদ দিনার।
মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা মাওলানা আহমদ হাসান চৌধুরী। বিজ্ঞপ্তি






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *