বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঠিক প্রশিক্ষণ প্রয়োজন: শাবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে সরকার ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সদা তৎপর। আমাদের মনে রাখতে হবে ভাল বীজে ভাল ফসল হয়। শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল কারিগর। আর তাই তাদের সঠিক ভাবে প্রশিক্ষণ প্রয়োজন।
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) সম্মেলন কক্ষে শিক্ষকদের নিয়ে আয়োজিত ‘আউটকাম বেইজড’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে ভিসি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সারা বিশ্বে মত এই বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেজড এডুকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। অচিরেই এর সুফল বিশ^বিদ্যালয় পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে দেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম । অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম । কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More