সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের রাসায়নিক সার ও বীজ বিতরণ

সিলেট সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ( উফশীও হাইব্রিড), গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, মুগ, মসুর ঢাল ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফজলে মঞ্জুর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা উম্মে তামিমা।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা সরকার, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ব্রজবাসী দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দীন, আতিকুর রহমান, মিজানুর রহমান, কামরুন নাহার, মোছাঃ মুৎমাইন্না খানম, মাসুদা বেগমসহ অন্যান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, এবারে মোট ৭৬৪০ জন কৃষকের মাঝে গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, পেয়াজ, মুগ ঢাল, মুসর ঢাল, বোরো হাইব্রীড বীজ সহায়তা, বোরো উফশী বীজ সহায়তা এবং ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
(Next News) সদর তাঁতী লীগের নতুন কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো »
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More