দেশের উন্নয়ন বিএনপি দেখতে পায় না: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, সারা বিশ্ব দেখেছে, একদিনে ১০০ সেতুর উদ্বোধন। সারা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু তা ফখরুলরা দেখতে পান না।
শনিবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য যে উন্নয়ন করেছেন তা তা আলোর মতো ঝলমলে দেখা যাচ্ছে। কিন্তু বিএনপি তা দেখতে পায় না। তারা অন্ধ হয়ে গেছে। তিনি বলেন, এই গাজীপুরে এসে দেখে যান মানুষের ঢল।
এর আগে সকাল থেকেই সম্মেলনে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হন। এসময় রাস্তাঘাটে মানুষের ঢল নামে।
Related News

বিএনপি কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শাম্মি আক্তার
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি কারো রক্তচক্ষুকে ভয়Read More
নারীদের অধিকার রক্ষা ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে কাজ করছে বিএনপি: ইমদাদ চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীদেরRead More