Main Menu

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র ১৮তম অভিষেক সম্পন্ন

রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট-এর ১৮তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেটের প্রায় ৫০টির রোটারি ক্লাবের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিস্ট্রিক্ট গভর্নর (৩২৮২) রুহেলা খান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারিয়ানদের অনন্য ভূমিকা রয়েছে। এ রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে রোটারিয়ানরা সুদীর্ঘকাল থেকে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, চিকিৎসাসেবা, শিক্ষার প্রসার ও নিরক্ষরতা দূরীকরণসহ মানুষের অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়নে রোটারি সচেষ্ট ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ লতিফ, প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি এ এইচ এম ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি চার্টার প্রেসিডেন্ট মোঃ শাহজাহান, পাস্ট ডিস্ট্রিক্ট জেন্টলম্যান ও পাস্ট প্রেসিডেন্ট মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, এরিয়া ডাইরেক্টর ও পাস্ট প্রেসিডেন্ট হানিফ মোহাম্মদ, ডেপুটি গভর্নর ও পাস্ট প্রেসিডেন্ট আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট গভর্নর ও পাস্ট প্রেসিডেন্ট কাজী মইনুল ইসলাম হেলাল, রোটারি ক্লাব অব চট্টগ্রামের পাস্ট প্রেসিডেন্ট ড. মইনুল ইসলাম মাহমুদ।

অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন পাস্ট প্রেসিডেন্ট ইয়াকুতুল গনি ওসমানী এমপিএইচএফ।

রোটারিয়ান আক্তার চৌধুরী রুবেলের সভাপতি ও ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী এতে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পাস্ট প্রেসিডেন্ট মোঃ রেহান উদ্দিন রায়হান।

সমবেত কন্ঠে জাতীয় সংগীতের পর ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান নিজাম উদ্দিন, সার্জেন্ট অ্যান্ড আর্মসের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাজাহারুল হক এবং ভোট অফ থ্যাংকস প্রদান করেন পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিক বক্স।

এছাড়াও নিয়মানুযায়ী আউটগোয়িং প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) আক্তার চৌধুরী রুবেল ইনকামিং প্রেসিডেন্ট মো. ইকবাল হোসেনকে কলার হ্যান্ডওভার করেন এবং আউটগোয়িং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী ইনকামিং সেক্রেটারি রোটারিয়ান রেজাউল করিমকে চার্টার হ্যান্ডওভার করেন। এসময় রোটারি ২০২২-২৩ এর সদস্যদের পরিচয় করে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জোনাল কো-অর্ডিনেটর পাস্ট প্রেসিডেন্ট সাহেদ হোসেন, জোনাল কো-অর্ডিনেটর বদরুল আলম চৌধুরী, এডিশনাল এরিয়া ডাইরেক্টর প্রেসিডেন্ট ফয়সাল করিম মুন্না, পাস্ট প্রেসিডেন্ট নজির আহমদ আজাদ, মোঃ কবির উদ্দিন, রোটারিয়ান আব্দুল বাসিত, রোটারিয়ান আব্দুর রহমান জামিল, রোটারিয়ান আব্দুল জলিল খান, রোটারিয়ান ইখতিয়ার আহমেদ চৌধুরী, রোটারিয়ান তাজ উদ্দিন খান, রোটারিয়ান আসাদুজ্জামান রনি, রোটারিয়ান মোহাম্মদ জাবেদ নকিব, রোটারিয়ান মোঃ মাজহারুল হক, রোটারিয়ান রাহাত আফজা মিলি, রোটারিয়ান সুলতানা চৌধুরী, রোটারিয়ান তাহমিনা আক্তার, রোটারিয়ান সুয়েব আহমেদ, রোটারিয়ান ফেরদৌস আহমদ প্রমুখ।

এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও প্রকাশিত স্যুভেনির ‘দি জাফলং’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। নৈশভোজের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *